পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের পুঁজিবাজার এক সপ্তাহের ব্যবধানে আবার লেনদেনে মন্দা দেখা দিয়েছে। সপ্তাহ ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ১ হাজার ৯৬৭ কোটি ৯৯ লাখ টাকা বা ৩৪ দশমিক ৫৭ শতাংশ। আগের সপ্তাহে বাজারটিতে লেনদেন বাড়ে ৫০৫ কোটি ২৩ লাখ টাকা বা ৯ দশমিক ৭৪ শতাংশ। তার আগের সপ্তাহে লেনদেন কমে ১৮২ কোটি ৩৯ লাখ টাকা বা ৩ দশমিক ৪০ শতাংশ। অবশ্য সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৬ মার্চের বন্ধ থাকায় গত সপ্তাহে এক কার্যদিবস কম অর্থাৎ চর কার্যদিবস লেনদেন হয়। এই চার কার্যদিবসে (২৭ মার্চ থেকে ৩০ মার্চ) লেনদেন হয় ৩ হাজার ৭২৫ কোটি ৪৫ লাখ টাকা। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬৯৩ কোটি ৪৪ লাখ টাকা। মোট লেনদেনের পাশাপাশি শেষ সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনও কমেছে। সপ্তাহটিতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৯৩১ কোটি ৩৬ লাখ টাকা; যা তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ১৩৮ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২০৭ কোটি ৩২ লাখ টাকা বা ১৮ দশমিক ২১ শতাংশ। লেনদেন কমার পাশাপাশি মূল্য সূচকেও নেতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ৬ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ। তবে অন্য দুটি সূচক বেড়েছে। ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ২ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২২৫টির বা ৬৮ শতাংশের দরপতন হয়েছে। অপরদিকে দাম বেড়েছে ৮৪টির বা ২৫ শতাংশের। আর অপরিবর্তিত রয়েছে ২৩টির বা ৭ শতাংশের। গত সপ্তাহে মোট লেনদেনের ৯৩ দশমিক ৫৮ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৩ দশমিক ৮৫ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১ দশমিক ৪৭ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১ দশমিক ১১ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের। গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৮৩০ কোটি টাকা; যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৭৮ হাজার ১৪৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৮৬ কোটি টাকা।