সপ্তাহের শেষে তাপমাত্রা আরও বাড়ার আভাস

  • নিজস্ব ডেস্ক :

    কয়েকদিন ধরেই তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে কিছুটা ওঠানামা করছে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আভাস রয়েছে।

    শনিবার (২০ মার্চ) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    এতে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

    এই অবস্থায় রোববার (২১ মার্চ) আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

    সোমবার (২২ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বুধবার (২৪ মার্চ) নাগাদ তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

    শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও খেপুপাড়ায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    এদিন দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। নেই নদী বা সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেতও।

পূর্ববর্তী নিবন্ধকোথাও বলিনি টেস্ট খেলতে চাই না : সাকিব
পরবর্তী নিবন্ধমোদীর সফরের বিরোধিতা নিয়ে দুশ্চিন্তা নেই: মোমেন