সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ দেশের সব বিভাগেই কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী রোববার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। রোববারের পর থেকে বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধহত্যা-লুটপাটে জড়িত নয়, এমন নেতৃত্বে আ’লীগের রাজনীতিতে বাধা নেই
পরবর্তী নিবন্ধসিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়িয়ে বিক্রির সুযোগ নেই