সন্ত্রাসী সুব্রত বাইনের নামে চবি শিক্ষকের কাছে চাঁদা দাবি করে হুমকি!

মো.মেহেদী হাসান,চবি,প্রতিনিধি :
দুধর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নামে চাঁদা দাবি করা হয়েছে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককের কাছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি চবির
বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাঈদকে।
মোবাইলে ফোন এ হুমকি দেয়া হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন শিক্ষক আনোয়ার সাঈদ।
এ নিয়ে তিনি জেলার হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অধ্যাপক আনোয়ার বলেন, “মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে বিভাগের সভাপতির কক্ষে
ছিলাম। ওই সময় +৯১৮০১৭৮২২৭২৫ নম্বর থেকে আমার ব্যক্তিগত মোবাইলে ফোনে এক
ব্যক্তি কল নিজেকে সেভেন স্টার গ্রুপের সুব্রত বাইন পরিচয় দেয়।
বলেন তাদের বাহিনীর কয়েকজন সদস্য অসুস্থ হয়ে কলকাতায় আছে এবং তাদের জন্য অর্থ
সহায়তা দিতে বলে। অন্যথায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি
দেওয়া হয়।”
তিনি বলেন, “বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, বিভাগের
সভাপতিকে মৌখিকভাবে জানিয়েছি।পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে থানায়
সাধারণ ডায়েরি করেন বলে জানান এই শিক্ষক।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “সুব্রত বাইনের
নাম দিয়ে কেউ উনাকে ফোন করে চাঁদা চেয়েছে। এ অভিযোগে একটি সাধারণ ডায়েরি
হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।”

পূর্ববর্তী নিবন্ধআহত যাত্রীদের ফিরিয়ে আনতে মিয়ানমার গেল বিশেষ ফ্লাইট
পরবর্তী নিবন্ধইফতারের এক অনন্য আয়োজনে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ