সতর্ক করে আটক ১০৩ কিশোরকে ছেড়ে দিল পুলিশ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি ও যৌন হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১০ কিশোর-তরুণকে আটক করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে ও শনিবার ভোরে তাদের মধ্যে ১০৩ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ১০৩ জনের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তাই তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ৭ জনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তাদের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি জানান, ১০৩ জনের পরিবারের সদস্যদের ডেকে তাদের সতর্ক করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয়া হয়।

অভিযানের বিষয়ে ওসি জানান, যাদের আনা হয়েছিল তাদের কেউ কেউ বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন জায়গায় জটলা করে নারীদের যৌন হয়রানি, পথচারীদের নানাভাবে কটূক্তি এবং অশ্লীল ভঙ্গি করে।

পূর্ববর্তী নিবন্ধবালিশ-পর্দাকাণ্ডের সঙ্গে হাওয়া ভবনের লুটপাট মেলালে চলবে না: কাদের
পরবর্তী নিবন্ধশোকজ নোটিশ পাচ্ছেন ১৫০ বিদ্রোহী : কাদের