সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব: শাহজাহান কামাল

পপুলার২৪নিউজ প্রতিবেদক: নবনিযুক্ত বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, বিমানকে লাভজনক সংস্থায় পরিণত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।

তিনি বলেন, এ জন্য আমাকে অনেক কাজ করতে হবে। বিমানকে ঢেলে সাজাতে হবে। এটা অনেক কঠিন কাজ।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী জাতির জনকের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, অ্যাডভোকেট শফিকুর রহমান পিন্টু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হাবিবুর রহমান পবন, যুবলীগের কেন্দ্রীয় নেতা শোয়েব হোসেন ফারুখ, হাসিবুর রহমান বাচ্চু, রবিউল আলম, শামসুর ইসলাম পাটোয়ারী, মো. আবদুল কাদের, আবদুল মতলব, শহীদ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম বুলু, বিজন বিহারী ঘোষসহ মন্ত্রীর নির্বাচনী এলাকার নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকথা বলায় বর-কনেকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধ‘ বার্সেলোনা ছাড়ছেন না মেসি’