সড়কে প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

বিনোদন ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গ্র্যামি-মনোনীত মার্কিন সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন। শনিবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে লেডি ডায়মন্ড।

জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে আলাবামা থেকে গাড়িতে চড়ে আটলান্টা ফিরছিলেন অ্যাঞ্জি। এ সময় উল্টে যায় তার গাড়ি, এরপর দুমড়ে মুচড়ে যায়। আলাবামা হাইওয়ে পেট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, মার্সিডিজ-বেঞ্জ স্প্রিন্টার ভ্যানটি ভোর ৪টা ২৫ মিনিটে ইন্টারস্টেট ৬৫-তে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই অ্যাঞ্জি স্টোনকে মৃত ঘোষণা করা হয়।

অ্যাঞ্জি অল-ফিমেল হিপ-হপ ত্রয়ী ‘দ্য সিকোয়েন্স’র সদস্য এবং জনপ্রিয় গান ‘উইশ আই ডিড নট মিস ইউ’র জন্য পরিচিত ছিলেন। তিনি ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলো।

অ্যাঞ্জির জন্ম ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর কলম্বিয়ার এসসি-তে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তার সংগীতজীবন শুরু হয়। বন্ধু শেরিল কুক, যিনি ‘চেরিল দ্য পার্ল’ নামে পরিচিত এবং গোয়েনডোলিন চিসোলম, যিনি ‘ব্লন্ডি’ নামে পরিচিত, তাদের সাথে ‘দ্য সিকোয়েন্স’ প্রতিষ্ঠা করেন।

পূর্ববর্তী নিবন্ধশান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরবর্তী নিবন্ধঅস্কারে পুরস্কার প্রদান থেকে সরে দাঁড়ালেন হ্যারিসন ফোর্ড