পপুলার২৪নিউজ ডেস্ক: আতঙ্ক নয় , সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস কে মোকাবেলা করতে হবে।
জনগণের মাঝে যে আতঙ্ক ও ভীতি তৈরী হয়েছে তা প্রচার , সচেতনতার মাধ্যমে মোকাবেলা করতে হবে। এই জন্য সরকার এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সচেতনতার কাজ করে যাচ্ছে।লায়ন্স জেলা ৩১৫-বি৪, আকবরশাহ্ থানা, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ।(ক্যাব) এর উদ্যোগে সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, ওসি, আকবর শাহ্ থানা
লায়ন জি. কে. লালা, কেবিনেট সেক্রেটারি, লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার, লায়ন্স জেলা ৩১৫-বি৪, লিও ক্লাবস চেয়ারম্যান ও ক্যাব আকবরশাহ থানা সভাপতি লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, ইমার্জিং সন্দ্বীপ লিও ক্লাব সভাপতি লিও নুর হোসাইন, ইম্পেরিয়াল লিও ক্লাব সভাপতি লিও মহিউদ্দিন সিরাজ, মেট্রোপলিটন লিও ক্লাব সভাপতি লিও ইসমাইল বিন আজিজ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সচেতন করা হয়।