সংসদ ভবনে এমপি লিটনের দ্বিতীয় জানাজা সম্পন্ন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
8গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় জাতীয় সংসদের সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়।

এর আগে সকাল পৌনে ১০টায় এমপি লিটনের মরদেহ সংসদ ভবনের চত্বরে আনা হয়।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় গাইবান্ধার নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়ার পর সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন এমপি লিটনকে ঘাতকরা খুব কাছ থেকে ৫টি গুলি করে। ওইসব গুলি তার বুকে ও হাতে বিদ্ধ হয়।

রোববার ময়নাতদন্ত শেষে এমপি লিটনের প্রথম জানাজা রংপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে লেজার ওয়াল বসাচ্ছে ভারত
পরবর্তী নিবন্ধমায়ের হাতের ওম পেলেন ক্যাট