সংসদের ১৪তম অধিবেশন ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক:

চলমান একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

সোমবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।সংসদ সচিবালয় যুগ্ম-সচিব মো. তারিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশোক দিবস উপলক্ষে এনআরবিসি ব্যাংকের শোকসভা
পরবর্তী নিবন্ধচিড়িয়াখানা খুলছে ১৯ আগস্ট