মুজিব উল্ল্যাহ তুষার : করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচিতে বিপাকে পড়া অসহায়, নিম্নআয়ের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ও সাবেক তিন বারের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি। ১ নং দক্ষিন পাহাড়তলী, ২নং জালাবাদ,৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের গরিব মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি বলেন, দেশের এই দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দেশে দুর্যোগ, দুর্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারীতে সবাইকে অত্যন্ত ধৈর্য সহকারে সরকারি নির্দেশনা অনুসরণ করে চলতে হয়।
দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জানমাল রক্ষায় আমাদের উচিত সরকারি নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করা। এ সময় সবচেয়ে দুরবস্থার সম্মুখীন হতে হয় সমাজের নিম্নআয়ের মানুষগুলোকে। তারা দিনে আনে দিনে খায়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন। সমাজের বিত্তবানদেরও উচিত নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তায় এগিয়ে আসা। এ সময় উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগসহ তিন ওয়ার্ডের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ।