ষোড়শ সংশোধনী যতবার বাতিল সংসদে ততবারই পাস হবে: অর্থমন্ত্রী

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাস হবে।

বিচারপতিদের চাকরি সংসদই দেয়, সুতরাং তাদের অপসারণের ক্ষমতা সংসদের হাতেই থাকা উচিত।

শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন  শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

পূর্ববর্তী নিবন্ধ৫০ ফিলিস্তিনি না খেয়ে ইসরাইলের কারাগারে
পরবর্তী নিবন্ধশাহরুখ-আনুশকার ছক্কা