পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্ক মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনজ্ঞ শাহদীন মালিক।
রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘ল পলিটিক্স এন্ড জুডিশিয়াল : ষোড়শ সংশোধনী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন।
শাহদীন মালিক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্ক থাকবেই। কিন্তু সাম্প্রতিক বিতর্ক কিছু কিছু ক্ষেত্রে এ মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছে। তবে আমি এটা নিয়ে চিন্তিত নই। কারণ এই বিতর্কই আমাদের গণতন্ত্রের ম্যাচুউরিটির লক্ষণ।
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রেদওয়ানুল হক বলেন, বিচারক নিয়োগে আইন তৈরি করতে হবে। দেশে এখন বিচারক নিয়োগ দেয়ার ক্ষেত্রে কোনো বিধি-বিধান নেই।
তিনি আরও বলেন, কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসলে তা তদন্ত করবে সুপ্রিম কোর্ট। কিন্তু তাদের সুপারিশের আলোকে শাস্তি দেবেন পার্লামেন্ট।