স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান লাহিরু থ্রিমান্নে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
অবসর ঘোষণার বিষয়ে তিনি লিখেন, ‘গত কয়েক বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের বিষয় ছিল। এই খেলাটি আমাকে অনেক বছর ধরে অনেক কিছু দিয়েছে। কিন্তু অনেক মিশ্র অনুভূতির সাথে, আমি অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’
‘একজন খেলোয়াড় হিসাবে আমি আমার সেরাটা দিয়েছি, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আমি খেলাটাকে সম্মান করেছি এবং আমি মাতৃভূমির প্রতি সততা ও নৈতিকতার সাথে আমার দায়িত্ব পালন করেছি।’
‘অবসরের সিদ্ধান্ত নেওয়াটা একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি এখানে অনেক অপ্রত্যাশিত কারণ উল্লেখ করতে চাই না যেগুলি আমাকে এই সিদ্ধান্ত নিতে স্বেচ্ছায় বা অনিচ্ছায় প্রভাবিত করেছে।’
‘আমি ক্রিকেট শ্রীলঙ্কার সকল সদস্য, আমার কোচ, সতীর্থ, ফিজিও, প্রশিক্ষক এবং বিশ্লেষকদের তাদের সমর্থন এবং উৎসাহের জন্য ধন্যবাদ জানাতে চাই। এবং আমার ভক্ত, সমর্থক, সাংবাদিকরা যারা এত বছর ধরে আমাকে যে সমস্ত ভালবাসা, সমর্থন এবং অনুপ্রেরণা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সবার কাছে চির কৃতজ্ঞ।’
‘আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার ক্যারিয়ার জুড়ে পর্দার আড়ালে আমাকে সমর্থন করেছেন।’
৩৩ বছর বয়সী বাহাতি এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ১২৭টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩ সেঞ্চুরি ও ১০ হাফ সেঞ্চুরিতে টেস্টে তার মোট রান ২০৮৮। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ১৫৫। ৪ সেঞ্চুরি ও ২১ হাফ সেঞ্চুরিতে ওয়ানডেতে তার মোট রান ৩১৯৪। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১৩৯। আর টি-টোয়েন্টিতে করেছেন ২৯১ রান।
২০১৪ সালে মিরপুরে ভারতকে হারিয়ে জেতা টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া তিনি লঙ্কানদের হয়ে ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন।
সবশেষ তিনি ২০২২ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষের সেই টেস্টের প্রথম ইনিংসে ৮ ও দ্বিতীয় ইনিংসে শূন্যরানে আউট হয়েছিলেন।