স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে চার বছর পর বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। চট্টগ্রাম ও ঢাকায় হবে দুই দলের টেস্ট লড়াই। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যুতে বদল এনেছে বিসিবি। সফরকারী দলের চাওয়ায় ম্যাচটা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরে এসেছে বিকেএসপিতে।
আগের সূচি অনুযায়ী ৮ মে ঢাকায় পৌঁছেই চট্টগ্রাম চলে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কা দলের। একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল এমএ আজিজ স্টেডিয়ামে। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে ম্যাচটি ঢাকায় নিয়ে আসার অনুরোধ রেখেছে বিসিবি। ১০ ও ১১ মে বিকেএসপিতে দুই দিনের ম্যাচ খেলেই তারা যাবে চট্টগ্রামে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ঢাকায় মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। ১২ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আট নম্বরে। ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি, বাকি পাঁচ ম্যাচে হার।