শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক

ষষ্ঠ উইকেট পতনের পর ভেল্লালেগে আর ধনাঞ্জয়া ডি সিলভার জুটিতে স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। একইসঙ্গে স্বপ্ন দেখছিল বাংলাদেশও দেখছিল এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যে এই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার জয় দরকার ছিল টাইগারদের। তবে তা আর হলো না। ভারতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার টেল এন্ডাররা বড় করতে পারেননি নিজেদের ইনিংস। লঙ্কানরা থেমেছে ১৭২ রানে।

আর ৪১ রানের জয়ে ভারত ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তাতে বাংলাদেশের নিশ্চিত হয়েছে বিদায়। সুপার ফোরের বাকি দুই ম্যাচের ফল যাই-ই হোক না কেন, তাতে টাইগারদের ফাইনাল আর খেলা হবে না। আর রানরেটে বড় ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে ম্যান ইন ব্লুরা। শুক্রবারের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধএডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত
পরবর্তী নিবন্ধআমার স্বামীই এডিসি হারুন স্যারকে আগে মারধর করেন: সানজিদা