শ্রীলংকার বিপক্ষে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল।

শনিবার ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দেখেশুনে খেলতে থাকেন সৌম্য সরকার ও তামিম ইকবাল।

তবে ব্যক্তিগত ১০ রানে আউট হন সৌম্য। এরপর সাব্বিরের সঙ্গে দলের হাল ধরেন তামিম। তাদের জুটিতে আসে ৯০ রান।

এরপর নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন সাব্বির। তবে ফিফটির পর তার ইনিংসটি বড় করতে পারেননি সাব্বির। ৫৪ রান করে অ্যাশলে গুনারত্নের বলে আউট হন সাব্বির রহমান।

সাব্বির ফিরে গেলেও নিজের ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। শ্রীলংকার বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। তামিমের শতরানের ইনিংসটি ১২টি চারের মারে সাজানো।

এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি২০- ক্রিকেটের এই তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

পূর্ববর্তী নিবন্ধতামিম-সাকিবে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসাকিবের ৩৩তম ফিফটি