পপুলার২৪নিউজ ডেস্ক:
শেষ ম্যাচে ৮৮ রানের বড় জয়ে শ্রীলংকাকে ধবলধোলাই করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এ জয়ে তারা অস্ট্রেলিয়াকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে।
শুক্রবার সেঞ্চুরিয়নে টস হেরে ৬ উইকেটে ৩৮৪ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। হামিশ আমলা ও কুইনটন ডি ককের ১৮৭ রানের ওপেনিং জুটির দেখানো পথে এ সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
এদিন ওপেনার হাশিম আমলা ১৩৪ বলে ১৫৪ এবং কুইনটন ডি কক মাত্র ৮৭ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ফাফ ডু প্লেসিস ৪১ রান করেন।
শ্রীলংকার পক্ষে সুরঙ্গা লকমাল ৩টি এবং লাহিরু মাদুশঙ্কা দুটি উইকেট পান।
৩৮৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলংকা ৮ উইকেটে ২৯৬ রানে থেমে যায়। দলের পক্ষে ১১৪ রান করে অপরাজিত থেকে যা একটু লড়াই করেন অ্যাসলে গুনরত্নে।
তিনি ছাড়া সচিত পাথিরানা ৫৬ এবং ওপেনার ডিকলা ৩৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্রিস মরিস ৪টি এবং ওয়েল পারনেল দুটি উইকেট তুলে নেন।
ম্যাচসেরা হয়েছেন হাশিম আমলা। আর সিরিজ সেরা হয়েছেন প্লেসিস।
এ নিয়ে দক্ষিণ আফ্রিকা টানা ১১ ম্যাচে জয় পেল এবং অস্ট্রেলিয়ার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ওয়ানডের র্যাংকিংয়ে শীর্ষে উঠল।