শ্রমিক সংকটে অসহায় হাওরের কৃষক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

বন্যা প্রবণ এলাকা সুনামগঞ্জের হাওরে পাকা সোনালী বোরো ধান হাওরে পড়ে আছে। হাওরে সনাতন পদ্ধতিতে ধান রোপন ও কাটা হয়। প্রযুক্তির ব্যবহার হাওরে তেমন নেই। শ্রমিক সংকটে সময় মতো স্বপ্নের সোনালী পাকা ধান কেটে ঘরে তোলতে না পারায় অসহায় হয়ে পড়েছেন হাওরের কৃষকেরা। সংশ্লিষ্টরা বলছেন, হাওরে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ালে থাকবেনা শ্রমিক সংকট আর ফসল রোপন ও কাটতেও বাঁচবে সময়-অর্থ।
এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু শ্রমিকের অভাবে সেই ফলন ঘরে তোলা নিয়ে সংশয়ে কৃষক। তাই মাথার ঘাম পায়ে ফেলে সোনালি ফসল ঘরে তোলতে কাস্তে হাতে ধান কাটতে শিশু কিশোর মহিলা নিয়েই কৃষক নিজেরাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটছেন হাওরে।
কৃষকরাই বলছেন, অতীতে দেশের বিভিন্ন জেলা থেকে হাওরে ধান কাটার জন্য শ্রমিকরা আসতেন। কিন্তু এবার আসেনি। আধুনিক কর্তন যন্ত্র সরবরাহ করলে শ্রমিক সংকটে পড়তে হতো না।
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল বলেন, হাওর এলাকা উপযোগী প্রচুর পরিমানে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন সরকার কৃষকদের দিলে শ্রমিক সংকট সমস্যার সমাধান হতো।

পূর্ববর্তী নিবন্ধজেলকোড খালেদা জিয়াকে সুচিকিৎসা দেবে’
পরবর্তী নিবন্ধহাওরের ফসলরক্ষা বাঁধ কাটার ঘটনায় উদ্বিগ্ন হাওরবাসী : সতর্ক পাউবো