শ্রমিকদের সরাতে পুলিশি অভিযানে আহত ১, আটক ১০

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সরিয়ে দিতে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত শ্রমিকদের প্রায় সরিয়ে দিয়ে টেকনিক্যাল মোড় থেকে আমিনবাজার পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে র‍্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে গাবতলী এলাকায় দাঙ্গা পুলিশকে নিয়ে অভিযানে নামে র‍্যাব ও পুলিশ। তার আগে একটি গাড়ি ভাঙচুর করা হয়। অভিযানকালে শ্রমিকরা আক্রমণ করতে চাইলে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এসময় শাহ আলম নামে একজন আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। অভিযানকালে গাবতলী এলাকা থেকে আনুমানিক ১০ জনকে আটক করা হয়েছে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ ঘটনাস্থলে জানিয়েছেন, মিরপুর, পল্লবী থানাসহ ওই এলাকার সব থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ধর্মঘটীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা তৎপর হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী নতুন আটটি বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করবেন আজ
পরবর্তী নিবন্ধপরিবহন ধর্মঘটের বৈধতা নিয়ে রিট