কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় শোন অ্যারেস্টকৃত আসামি সবুর খান ওরফে নসরুল্লাহ ওরফে সোহেল মাহফুজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদ এ আদেশ দেন।
আসামি সোহেল কুষ্টিয়ার কুমারখালী থানার সদীপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। জঙ্গি-সম্পৃক্ততায় তার বিরুদ্ধে রাজশাহীর তানোর, বগুড়ার শিবগঞ্জ ও ঢাকার গুলশান থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও শোলকিয়া হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, শোলাকিয়ায় জঙ্গি হামলা ঘটনায় সম্পৃক্ততার কথা উল্লেখ করে গত ৮ আগস্ট কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোহেলকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর পরিপ্রেক্ষিতে সোমবার সোহেলকে আদালতে হাজির করা হলে পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য,২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ শুরুর আগে প্রবেশ পথে তল্লাশির সময় পুলিশের ওপর জঙ্গিরা গ্রেনেড ছোড়ে ও চাপাতি দিয়ে হামলা চালায়।
ঘণ্টাব্যাপী জঙ্গি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ সদস্য, এক জঙ্গি ও স্থানীয় এক সংখ্যালঘু নারী নিহত হয়। আহত হয় পুলিশ,জঙ্গি ও মুসল্লিসহ ১৪ ব্যক্তি।
এ ঘটনার সময় আহত পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) সামসুদ্দিন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।