শোকজ নোটিশ পাচ্ছেন ১৫০ বিদ্রোহী : কাদের

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের প্রায় ১৫০ জনকে কারন দর্শানোর নটিশ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক হয়। বৈঠক শেষে ব্রিফ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের ১৫০ জনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজের চিঠি পাবেন। তবে তাদের নাম প্রকাশ করতে চাননি কাদের।

বিএনপি না আসলে নির্বাচন উৎসবমুখর করার জন্য প্রার্থিতা উন্মুক্ত থাকবে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেই এমন কথা বলেছিলেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে নেমেছি, কিন্তু এখন আবার কেনো শাস্তি দেবে? তৃনমূলের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একথা বলেছেন, কোনো রেকর্ড আছে? হাওয়া থেকে বললে তো হবে না।’

গত ১৫ ফেব্রুয়ারি বলেছিলেন উল্লেখ করে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা অনেক আগের কথা।’

জাতীয় পার্টির ইস্যুতে কাদের বলেন, ‘জাতীয় পার্টির নেতৃত্বের দ্বন্দ্বে কোনো পক্ষ নেবে না আওয়ামী লীগ।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধসতর্ক করে আটক ১০৩ কিশোরকে ছেড়ে দিল পুলিশ
পরবর্তী নিবন্ধ৮ মাসে প্রায় ১৭ লাখ ফ্রিজ বিক্রির রেকর্ড ওয়ালটনের