শেয়ার মার্কেটে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করল সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
শেয়ার মার্কেটকে চাঙ্গা ও টেকসই করার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তে ৫০০.০০ (পাচশত) কোটি টাকা বিনিয়োগ করল । সোনালী ব্যাংক তার নিজস্ব প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড এর পাশাপাশি সময় সময় রাষ্ট্রায়ত্ত এই ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশেকে অর্থায়নের মাধ্যমে পুজিবাজারের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে । এই বিষয়ে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান বলেন দেশের উন্নয়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ দরকার আর এই বিনিয়োগের অন্যতম উৎস ক্যাপিটাল মার্কেট । ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন ব্যতীত দেশের দীর্ঘমেয়াদী ও বড় বড় প্রকল্প বাস্তবায়ন প্রায় অসম্ভব । তাই সোনালী ব্যাংক শেয়ার মার্কেটকে টেকসই করতে নানা ভাবে সক্রিয় ভূমিকা পালন করছে ।

পূর্ববর্তী নিবন্ধকরোনার ওষুধ বাজারে, দাম ৭০ টাকা
পরবর্তী নিবন্ধজেএসসি-জেডিসি পরীক্ষাও হবে না