শেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের চলমান শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সংসদের অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় এই অধিবেশন শুরু হয়েছিল। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং তা পাস হয়।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ১ হাজার ৬৮৯টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮২০টি প্রশ্নের জবাব দিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত ইব্রাহিম খালেদ আইসিইউতে
পরবর্তী নিবন্ধ৫৭ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয় আবাসিকে: প্রতিমন্ত্রী