শেষ মুহূর্তে বাতিল হলো প্যারাট্রুপারস শো

 পপুলার২৪নিউজ ডেস্ক

ঐতিহাসিক দিবারাত্রি টেস্টে মুখোমুখি ভারত-বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠান সূচিতে পরিবর্তন আনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। শেষ মুহূর্তে বাতিল করা হয় ম্যাচের অন্যতম আকর্ষণ প্যারাট্রুপারস শো।

ইতিহাস গড়া টেস্ট শুরুর আগে আকাশ থেকে নেমে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দেয়ার কথা ছিল প্যারাট্রুপারদের। তবে নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টায় শুরু হয়েছে ঐতিহাসিক টেস্ট। এর ২৪ ঘণ্টা আগে এমন তথ্য জানায় সিএবি। তারা জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যস্ততার কারণে খেলা দেখতে আসতে পারছেন না। নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে প্যারাট্রুপারদের শো।

সিএবি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন,তবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন। তাদের সামনে হেলিকপ্টার শো আয়োজন করার ঝুঁকি নিতে চাই না আমরা। নিরাপত্তার কারণেই তা বাতিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাতিল হচ্ছে আসামের এনআরসি
পরবর্তী নিবন্ধ‘গোলাপি টেস্ট’ উদ্বোধন করলেন হাসিনা-মমতা