শেষ দুটি টি-টোয়েন্টির বাংলাদেশ দল অপরিবর্তিত

পপুলার২৪নিউজ ডেস্ক:
24ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নেপিয়ারে এই হারের হতাশা কাটিয়ে উঠতে না পারলেও শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ দলে কোনো পরিবর্তান আনেনি টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয়নি। ঠিক আগের দলটিই রাখা হয়েছে।

নেপিয়ারে প্রথম ম্যাচের দলে সুযোগ পেয়েও ব্যর্থতা অব্যাহত রেখেছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। তাঁকে নিয়ে সামালোচনার ঝড় উঠলেও টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর আস্থা রেখেছে। পরবর্তী দুটি ম্যাচের দলেও তাঁকে রাখা হয়েছে।

সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬ ও ৮ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শুভাগত হোম, শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ৪৫৪ কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানিতে চুক্তি
পরবর্তী নিবন্ধময়মনসিংহে পুলিশকে কামড়ে পালাল আসামি