নিউজ ডেস্ক
ইবতেয়ায়ি শিক্ষকদের জন্য বড় সুখবর রেখে গেছেন সদ্যঃ বিদায়ি শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শেষ কর্মদিবসে এমপিওভুক্তির প্রস্তাবের ফাইলে শেষ দিন বুধবার স্বাক্ষর করে গেছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ভাগ্য খুলছে ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার ৬ হাজারের বেশি শিক্ষকের। খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিওভুক্ত হচ্ছেন।
আজ বুধবার শিক্ষা উপদেষ্টা হিসেবে ছিল ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের শেষ কর্মদিবস। তার স্থলাভিষিক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারে নতুন যুক্ত হওয়া উপদেষ্টা সি আর আবরার।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ইবতেদায়ি শিক্ষকদের এমপিওভুক্ত করতে কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ। সারা দেশে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে (ইআইআইএন) এমন ১৫১৯টি মাদরাসাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে।
সদ্যঃ বিদায়ি উপদেষ্টা ইবতেদায়ির ফাইলে স্বাক্ষর করার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। তিনি জানান, ফাইলটি এখন প্রধান উপদেষ্টার অনুমতির জন্য পাঠানো হবে। তার অনুমতি মিললে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।