শেষদিকের জোড়া গোলে রিয়ালকে জেতালেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক : শুরুতেই রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়াস। কিন্তু মাঝপথে হোঁচট খেতে হয় প্রতিপক্ষের গোলে।

বিপদ কাটিয়ে শেষ দিকে এসে জোড়া গোল করে লস ব্লাঙ্কোসদের জয় নিশ্চিত করেন বেনজেমা।
রোববার রাতে এস্পানিওলের মাঠে ৩-১ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম তিন ম্যাচ টানা জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের দ্বাদশ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে নিয়ে যান ভিনিসিয়াস। চুয়ামেনির দেওয়া বল বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৪৩তম মিনিটে হোসেলুর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে বল পেয়ে স্প্যানিশ এই ফরোয়ার্ডের প্রথম শট কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি শট ঠেকাতে ব্যর্থ হন।

বিরতির পর খেলতে নেমে প্রথমার্ধের মতো আধিপত্য বজায় রাখে রিয়াল। তবে গোলের দেখা পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। ৮৮তম মিনিটে রদ্রিগোর দারুণ পাস বক্স থেকে লাফিয়ে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ফরাসি এই তারকা।

তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল বেতিস।

 

পূর্ববর্তী নিবন্ধএমপিওভুক্তির নতুন তালিকা শিগগির: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধবগুড়ার দুই থানার ওসিকে বদলি, তদন্ত কমিটি গঠন