শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ফখর উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখর উদ্দিন পুরান বগুড়ার মৃত মুলফিজার রহমানের ছেলে।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাসের (ঢাকা মেট্রো ব-১৫-১৮৫৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৪৭০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ফখর উদ্দিন কেবিনে আটকা পড়েন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

এসআই কাজল আরো জানান, এ সময় বাসের ভেতর মাত্র চারজন যাত্রী ছিলেন। এ কারণে হতাহতের আর কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলতি বাস-ট্রাক আটক রয়েছে। কিন্তু পালিয়ে যাওয়ায় বাসের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমেয়েরা কি হাতবদলের জিনিস?—মতিয়া চৌধুরী
পরবর্তী নিবন্ধরাজবাড়ীতে অস্ত্রসহ চরমপন্থী দলের সদস্য গ্রেপ্তার