শেরপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
শেরপুরে শিশু ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আজ মঙ্গলবার দুপুরে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত যুবকের নাম নেইলা মিয়া (২১)। তিনি নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী দিকপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার নথির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০১৪ সালের ১১ জুন বিকেলে নালিতাবাড়ির বাইটকামারী দিকপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
অ্যাডভোকেট গোলাম কিবরিয়া আরো জানান, ওই গ্রামের লম্পট নেইলা মিয়া প্রতিবেশী দরিদ্র মৎস্যজীবী পরিবারের ১১ বছরের শিশু ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ডেওয়া ফল দেওয়ার প্রলোভন দিয়ে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার পরিবারের লোকজনসহ আশেপাশের লোকজন ছুটে গেলে ধর্ষক নেইলা মিয়া পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ধর্ষিতা শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন শিশুর মা বাদী হয়ে নেইলা মিয়ার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
এক পর্যায়ে ১৬ জুলাই মামলার একমাত্র আসামি নেইলা মিয়া তৎকালীন ট্রাইব্যুনালে স্বেচ্ছায় হাজির হয়ে বয়স কম দেখিয়ে জামিনে যায়। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন ওই বছরের ২৭ জুলাই নেইলার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন। এর পর থেকেই পলাতক নেইলা। পরবর্তীতে মামলাটি শিশু আদালতে বদলি করা হয়। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, চিকিৎসকসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার ধর্ষক নেইলার যাবজ্জীবন সাজার রায় দেওয়া হয়েছে।