শেরপুরে জেলা জজসহ দুই আদালতের বিচারকের স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আইনজীবীদের আদালত বর্জনের দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সভাপতি এ কে এম মোসাদ্দেস ফেরদৌসী, সাধারণ সম্পাদক এম কে মুরাদুজ্জামান, সাবেক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সদস্য আব্দুল মান্নান, জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. মোখলেুর রহমান প্রমুখ। সভাপতি মোসাদ্দেস ফেরদৌসী তার বক্তব্যে বলেন, “স্বেচ্ছাচারী ও অযোগ্য জেলা জজ কিরণ শংকর হালদায় যে পর্যন্ত শেরপুর থেকে বিদায় না হবেন সে পর্যন্ত আমরা উল্লেখিত আদালত বর্জন করে আন্দোলন চালিয়ে যাব।
এদিকে, জেলা আইনজীবী সমিতির জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের জন্য বর্জনের সিদ্ধান্তে আজ বুধবার সকালে প্রথমে প্রায় সব আদালতে অচলাবস্থা শুরু হয়। দুপুরে উল্লেখিত আদালত ছাড়া অন্য সব আদালতে আসা বিচার প্রার্থীরা তাদের মামলা পরিচালনার সুযোগ পান।