শেয়ারবাজারে বড় দরপতন নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা


নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার বড় ধরনের দর পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। রোববার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শেয়ারবাজারের লেনদেন বন্ধ ছিল। এদিকে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, এখন শেযারবাজার চাঙ্গা হওয়ার কথা এখন উল্টা শেয়ারবাজার দরপতন হচ্ছে। সংশ্লিষ্টরা আরও বলেন, টানা দরপতনে নি:স্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। টানা দও পতনের কারনে শেয়ারবাজারে প্রতি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশায় বৃদ্ধি পাচ্ছে। তারা মনে করেন, এখন দেশে রাজনৈতিক অস্থিরতা নাই এখন শেয়ারবাজার ভালো হবে। কিন্তু তার উল্টা দেখা যাচ্ছে। সোমবার লেনদেনের শুরু থেকেই নিন্মমুখী হয় পড়ে শেয়ারবাজারের সবকটি মূল্যসূচক। দুই-একটি বহুজাতিক কোম্পানি ছাড়া ব্যাংক, বীমা, আর্থিক খাতসহ সবকটি খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার কারণে এ নি¤œমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাজারের নেতিবাচক ধারাও বাড়তে থাকে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে মাত্র ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। বিপরীতে দাম কমেছে ২৭৯টির। আর ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের এমন দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৪ পয়েন্টে নেমে এসেছে।
প্রধান মূল্যসূচকের বড় পতন হলেও ডিএসইর বাছাই করা সূচক ডিএসই-৩০ তুলনামূলক কমেছে। অথচ এ খাতের ৩০টি কোম্পানির মধ্যে মাত্র ৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩টির। তবে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংকের মতো বড় বাজার মূলধনের প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। এতে সূচকটি আগের কার্যদিবসের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে শত কোটি টাকার ওপরে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৮৫ কোটি টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১০৮ কোটি ৩৩ লাখ টাকা। এ লেনদেন পতনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরেই রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ১৩ লাখ টাকার। ২১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনে এর পরেই রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১২২ পয়েন্ট কমে ১০ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ১৪টির।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা