শুক্রবার বিকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর ডিএনএ।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন।
এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।
প্রটোকল অনুসারে ভারতের ভারী শিল্প প্রতিমন্ত্রী বাঙালি গায়ক বাবুল সুপ্রিয়র শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথা ছিল। তবে ‘প্রটোকল ভেঙে’ শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই সফরে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কম-বেশি ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলারের ঋণে সমরাস্ত্র কেনাকাটা। তবে এবারও হচ্ছে না বাংলাদেশের বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি।