শূন্য-ঘোষিত ফখরুলের আসনে ‘জুনের মধ্যে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী নির্ধারিত সমযয়ে শপথ না নেওয়ায়, তা শূন্য ঘোষণা করা হয়েছে। আগামী জুনের মধ্যে ওই আসনে ভোট হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) হেলালুদ্দীন আহমদ।

রবিবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি সচিব এ তথ্য জানান। হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সংসদে যে আসনটা খালি হয়েছে, যে তারিখে আসন শূন্য হয়, ওই তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। কমিশন সভায় বিষয়টি আমরা উপস্থাপন করব। আশা করছি, জুনের মধ্যে নির্বাচনটা করার জন্য।’

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনি ব্যয়ের হিসাব না দেয়া দলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে ইসি
পরবর্তী নিবন্ধবিএনপির নারী প্রার্থীর জন্য ৭ দিনের মধ্যে চিঠি দেবে ইসি