বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রাজধানীর বনানীর এই হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল।
পূর্ব নির্ধারিত মঙ্গলবারই শাহ মো. আদনানকে অধিদফতরে হাজির হতে হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।
শুল্ক গোয়েন্দায় হাজিরের একদিন আগে সোমবার সকালে আদনানকে তলবের নোটিশের কার্যকারিতা স্থগিত করে আদেশ জারি করেছিলেন হাইকোর্ট।
এরপর দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন।
চেম্বার বিচারপতির এই আদেশের পর শুল্ক গোয়েন্দা অধিদফতরে রেইনট্রি হোটেলের এমডি আদনানের হাজির হওয়ায় বিষয়ে আর কোনো বাধা রইল না।
উল্লেখ্য, বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে গত ৬ মে রাজধানীর বনানী থানায় একটি মামলা করা হয়।
মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ, তেজগাঁও লিংক রোডে অবস্থিত রেহনাম রেগনাম সেন্টারের মালিক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ, সিরাজগঞ্জের হাসান মোহাম্মদ হালিম ওরফে নাঈম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও সাফাতের দেহরক্ষী রহমত আলীকে আসামি করা হয়।