নিউজ ডেস্ক : ইতিহাস বদলাতে প্রয়োজন ১৩৮ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিংকন দাস। কিন্তু ভালো সূচনা করলে কী হবে, শুরুতেই যে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন লিটন দাস! এরপর সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্তও।
ওয়ানডে স্টাইলে খেলে ৫ ওভারে ৩২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তামিম-লিটন। ১৯ বলে ২৩ রান করে লিটন বোল্ড হন মার্ক অ্যাডেয়ারের বলে।
এরপর জুটি গড়েন তামিম ও শান্ত। ১১ রানের জুটি গড়ার পর এ জুটিও ভেঙে যায় অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে। ৯ বলে ৪ রান করে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৮.৫ ওভারে ২ উইকেটে ৪৮। ১২ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল, ৫ রান নিয়ে তার সঙ্গী মুশফিকুর রহিম।
টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের সঙ্গেই প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের সে ইতিহাস বদলাতে পারবে টাইগাররা? আপাতত সে সম্ভাবনা এখনো থাকলেও, কাজটা মনে হচ্ছে বেশ কঠিন।
কারণ ১৫৫ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে উল্টো ১৩৭ রানের লিড দিয়েছে আয়ারল্যান্ড। ইতিহাস বদলাতে হলে বাংলাদেশকে করতে হবে ১৩৮ রান। চতুর্থ ইনিংসে পারবে কি বাংলাদেশ এ রান টপকাতে?
মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর একটি দলের মানসিক অবস্থা সবচেয়ে দুর্বল হওয়ার কথা; কিন্তু আয়ারল্যান্ড প্রচলিত সব হিসাব-নিকাশই পাল্টে দিয়েছে। তারা ভেবেছিল, তৃতীয় দিনই জিতে যাচ্ছে বাংলাদেশ, তাদের ধারণা পুরোপুরি পাল্টে দিয়ে দিনটা নিজেদের করে নেয় তারা। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন রড টাকার। সেঞ্চুরির পথে ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও। যদিও তিনি আউট হয়েছেন ৭২ রানে।
১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিড তো নিয়েছেই, এখন উল্টো বাংলাদেশকেই চোখ রাঙানি দিচ্ছে আইরিশরা। ১৩১ রানের লিড নিয়েছিলো তারা তৃতীয় দিন বিকেলেই।
৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ২৮৬ রান। ৭১ রান নিয়ে ম্যাকব্রাইন এবং ৯ রান নিয়ে গ্রাহাম হিউম আজ সকালে ব্যাট করতে নামেন। তবে খুব বেশি দূর যেতে পারেনি। আগেরদিনের সঙ্গে মাত্র ৮ রান যোগ করে ২৯২ রানে অলআউট হয়ে যায় আইরিশরা।
সকাল সকাল বাংলাদেশকে সুসংবাদ উপহার দেন পেসার এবাদত হোসেন। নিজের ইনিংসের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করে এবাদতের বলে বোল্ড হয়ে যান ম্যাকব্রাইন। ২৮৯ রানের মাথায় পড়লো ৯ম উইকেট।
শেষ উইকেট টাও নেন এবাদত। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন গ্রাহাম হিউম। তিনি করেন ১৪ রান।
তাইজুল ৪টি, এবাদত নেন ৩টি উইকেট।