শুভাশিসেই মেন্ডিসের দ্বিতীয় জীবন

পপুলার২৪নিউজ ডেস্ক:
শুভাশিস রায়ের বলে শূন্য রানেই জীবন পান। সেই থেকে ভোগানো শুরু। পুরোদিন টাইগার বোলারদের ভুগিয়ে দ্বিতীয় দিনের সকালে সেই শুভাশিসের বলেই আবার জীবন পান কুশাল মেন্ডিস। ক্যাচ ধরে সীমানা অতিক্রম করে ফেলেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় জীবন পান মেন্ডিস।

এখন ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মেন্ডিসের ব্যাটে চড়ে বড় সংগ্রহের দিকে যাচ্ছে লংকানরা।

অন্যদিকে টাইগার বোলাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবেই হোক মেন্ডিসকে ফেরাতে।

বুধবার গল টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বেশ দেখেশুনেই শুরু করেছেন মেন্ডিস আর নিরোশান ডিকভেলা।

৪ উইকেটে ৩২১ রান নিয়ে খেলতে নেমে লংকানদের সংগ্রহ ৯৮ ওভারে ৩৬৬। মেন্ডিস ১৮৫ এবং ডিকভেলা ৪০ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে মঙ্গলবার গলে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক রঙ্গনা হেরাথ। ইনিংসের শুরুতেই উইকেট পেয়ে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন টাইগার পেসার শুভাশিস রায়।

স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই লংকান ওপেনার উপুল থারাঙ্গাকে বোল্ড করেন শুভাশিস। তার পরের বলটা মেন্ডিসের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বোলিংয়ের সময় পা দাগের বাইরে পড়েছে -নো বল!

পরে আসেলা গুনারত্নের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ১৯৬ রানের জুটি। মেন্ডিস-গুনারত্নের ৪৩ ওভার স্থায়ী জুটি ভেঙে টাইগারদের জন্য কিছুটা হলেও স্বস্তি আনেন তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকতে আউট হয়েছেন গুনারত্নে।

এদিন টেস্টে ফিরেই নিজের ও দলের জন্য প্রয়োজনীয় উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দিনেশ চান্দিমালকে (৫) মেহেদী হাসান মিরাজের তালুবন্দি করান তিনি। উইকেট পেয়েছেন মিরাজ নিজেও। দিমুথ করুনারত্নকে সাজঘরে পাঠান মিরাজ। ৭৬ বল খেলা এই ওপেনার মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরার আগে করেন প্রয়োজনীয় ৩০ রান।

পূর্ববর্তী নিবন্ধএবার ইসরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়া থেকে দেশের পথে প্রধানমন্ত্রী