বর্তমানে ঢালিউড সুপারস্টার শাকিব খান ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে কক্সবাজারে আছেন। সিনেমার বাকি শুটিং সেখানেই চলছে। তবে শোক দিবসে কোনো শুটিং করলেন না এই অভিনেতা। শাকিব খান ও ইউনিটের পক্ষ থেকে শোক দিবসে কক্সবাজারের হোটেল রিগ্যাল প্যালেসে মঙ্গলবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শাকিবকে কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।
শাকিব খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ শাহাদাত বার্ষিকী। আজ সমগ্র জাতির জন্য একটি শোকের দিন। আমরা চলচ্চিত্র পারিবারও শোকাহত। হোটেলে দুপুরে মিলাদ মাহফিলের আয়োজন করেছি। দোয়া করেছি, স্থানীয় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেছি। ‘
শাকিব আরো বলেন, ‘শোকের দিনটিতে আমরা শুটিং বন্ধ রেখে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।
শিল্পী হিসেবে এটা আমাদের কর্তব্য, আমাদের সকলের কর্তব্য ও দায়িত্ববোধের জায়গা থেকে এটা করেছি। ‘প্রসঙ্গত ‘আমি নেতা হব’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মিম। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রযোজক সেলিম খান। ঢাকা ও চাঁদপুরে শুটিংয়ের পর ‘আমি নেতা হবো’র শুটিং শুরু হবার কথা কক্সবাজারে। আপাতত নিরাপত্তার কারণে সেখানে শুটিং শুরু হয়নি এখনো।