স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে ভারতকে আরেকটি পদক এনে দিলেন মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিশ্র দলীয় ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন তিনি।
এই ইভেন্টে তার সঙ্গে জুটি বেঁধেছেন সরবজোত সিং। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভারতের এই জুটি ১৬-১০ ব্যবধানে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে-জিন এবং লি ওন হু জুটিকে।
মিশ্র দলীয় ইভেন্টে জিতে অনন্য এক ইতিহাসই গড়লেন মানু। ভারতের প্রথম অ্যাথলেট হিসেবে একই অলিম্পিকে একাধিক পদক জিতলেন এই শুটার। তার সামনে অবশ্য হ্যাটট্রিক পদক জয়ের সুযোগ আছে। মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অংশ নেবেন তিনি।
এদিকে মিশ্র দলীয় ইভেন্টে তুরস্ককে ১৬-১৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে সার্বিয়ার জোরানা অরুনোভিচ ও দামির মিকেচ।