শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান ত্রাণমন্ত্রীর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার সচিবালয়ে চলমান শৈত্যপ্রবাহ ও মানবিক সহায়তা বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘আগে বিত্তবানরা গরিবদের এমন বিপদে ঝাঁপিয়ে পড়ত, এখন সেই লক্ষণটা দেখি না। শুনে হয়তো তারা অনেকে যাবেন। এ ধরনের ঘটনা হবে আমরা হয়তো অনেকেই প্রস্তুত ছিলাম না। আমরা প্রস্তুত ছিলাম বলে ২৭ লাখ কম্বল যাদের কষ্ট হতে পারে তাদের কাছে পৌঁছে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের মজুদের কোনো কমতি নেই। বিত্তবানদের অনুরোধ করব, অতীতে যেভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবারও দলমত নির্বিশেষে সবাইকে ঢাকায় বসে টেলিভিশনে চেহারা না দেখিয়ে চলুন শীতার্তদের পাশে গিয়ে দাঁড়াই।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন শৈত্যপ্রবাহে শীতবস্ত্রের জন্য কেউ যেন কষ্ট না পায়। শীত নামার আগেই শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে ১৮ লাথ কম্বল পাঠিয়েছেন। চলমান শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের মানুষ বেশি কাতর হচ্ছে।’

শীতপ্রবণ জেলাগুলো সফর করবেন জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘শীত যদিও সাময়িক কষ্ট। মানুষ যেন আর কষ্ট না পায় এর জন্য সরকারের ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করব। আমাদের মজুদ আছে- কম্বল বলেন, শুকনো খাবার বলেন, টাকা বলেন।’

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমৌলভীবাজারের ৫ রাজাকারের রায় বুধবার
পরবর্তী নিবন্ধমুন্নী হত্যাকান্ডের অভিযোগপত্র আদালতে দাখিল