শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে নিখোঁজ ৫, উদ্ধার চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার এ ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে।

নিখোঁজদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- রাজধানীর বাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি বালুবাহী বলগেট পেছন থেকে এসে ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাতে থাকা ১৪ জনের মধ্যে ৯ জন সাঁতরিয়ে উপরে আসেন। পাঁচ জন নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। সাঁতরিয়ে বেঁচে যাওয়া মিরাজ মিয়া জানান, তাদের বন্ধু জাসিম মোহাম্মদ রাজিবসহ নিখোঁজ পাঁচজনের অপেক্ষায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন পাঁচ ‘স্বৈরাতান্ত্রিক দেশের তালিকায়’ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সঙ্কটে জোরালো ভূমিকার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন