পপুলার২৪নিউজ প্রতিবেদক:
শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
জাতীয় সংসদে বুধবার টেবিলে উত্থাপিত বেগম উম্মে রাজিয়া কাজলের (মহিলা আসন-৪৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘বাংলাদেশি কর্মী প্রেরণের বিষয়ে গত বছরের ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরকালে দ্বিপাক্ষিক শ্রম বাজার উন্মুক্ত করার বিষয়ে আশ্বাস প্রদান করেছে। আশা করা যায়, শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতে কর্মী প্রেরণ শুরু হবে।’
তিনি আরো বলেছেন, ‘ইউরোপ, অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ মোট ৫০টি নতুন শ্রম বাজার সম্পর্কে গবেষণা সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে নতুনভাবে রাশিয়া ও থাইল্যান্ডে কর্মী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাশিয়ায় কর্মী প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কাজ চলমান আছে। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে রাশিয়ায় আরো কর্মী প্রেরণ ও সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণেরও পরিকল্পনা রয়েছে।’
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রম বাজার উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ‘সরকারের সফল শ্রম কূটনৈতিক তৎপরতার ফলে ২০০৮ সালে বন্ধ হওয়া মালোয়েশিয়ার শ্রমবাজার জিটুজি চুক্তির মাধ্যমে চালু হয়। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার সাথে জি টু জি প্লাস নামে আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় কর্মী প্রেরণের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা বেশি। বাংলাদেশ হতে বৈধভাবে ইউরোপ মহাদেশের কয়েকটি দেশে দক্ষ কর্মী প্রেরণ করা হচ্ছে। বর্তমান সরকার বিশ্বের বিভিন্ন দেশে অধিকহারে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব নিরসনের লক্ষ্যে কর্মী গ্রহণকারী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কর্মী প্রেরণ বৃদ্ধির বিষয়ে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
মো. শওকত চৌধুরীর (লীলফামারী-৪) এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘বিশ্বের ১৬২টি দেশে ১ কোটিরও বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছে। বিদেশে যেসকল কর্মী অবৈধ আছে তাদেরকে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে বৈধকরণ, আইনি সহায়তা প্রদান এবং দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমান সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টার ফলে সৌদি আরবে প্রায় ৮ লক্ষ, মালয়েশিয়ায় ২ লক্ষ এবং ইরাকে ১০ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি শ্রমিকের বৈধতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।’