এলাকায় শিশু বিক্রি রুখে দিল গ্রাম বাসিন্দারা। গত বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের চণ্ডীতলায়। অভিযোগ, এক পুরুষ ও এক মহিলা আসে লালা প্রসাদ মাথুরি নামে এক ব্যক্তির বাড়িতে। ২০,০০০ হাজার টাকার বিনিময়ে লালা প্রসাদ তার পাঁচ সন্তানের একটিকে বেঁচে দিচ্ছিল, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এই কাজে তাকে সাহায্য করে লালা প্রসাদের বাড়িওয়ালা শিবু প্রসাদ গোলদার। বৃহস্পতিবার সকালে জয়ন্ত দাস ও এক মহিলা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এলাকায় আসে।
চার বছরের একটি মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল দেখতে পেয়ে তাদের আটকান গ্রামবাসীরা। প্রথমে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরে তারা নিজেদের বন্ধু বলে দাবি করে। এলাকার মানুষ তাদের একটি ক্লাবে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ওই দুই জনকে আটক করেছে। তবে শিশু বিক্রির কথা অস্বীকার করেছে বাচ্চার বাবা। এর আগেও একটি শিশুকে এই বাড়িওয়ালার সঙ্গে যোগসাজশ করে বিক্রি করেছে বলে এলাকার মানুষের দাবি। শিশুদের মা কয়েকমাস আগে মারা গিয়েছেন।