শিল্প ঋণ আদায়ের চেয়ে বিতরণ বেশি, বছরে ৬ হাজার ১০২ কোটি টাকা অনাদায়ী

পপুলার২৪নিউজ ডেস্ক: দশ বছরে শিল্প ঋণ বিতরণ হয়েছে ২ লাখ ৮১ হাজার ৩৯৬ কোটি টাকা। একই সময়ে আদায় হয়েছে ২ লাখ ২০ হাজার ২৭৩ কোটি টাকা। এ সময়ে প্রতিবছরে শিল্প ঋণের অনাদায়ী ঋণ বেড়েছে ৬ হাজার ১০২ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সমীক্ষাতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
শিল্প ঋণ বৃদ্ধির হারকে সরকারের শিল্পায়ন-কৃষি-ক্ষুদ্র শিল্পের উন্নয়নের প্রচেষ্টার ফল মনে করে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষ মনে করে, সরকারের নানামুখী চেষ্টার ফলে ২০০৫-০৬ অর্থবছর থেকে বিদায়ী অর্থবছর পর্যন্ত শিল্পখাতে ঋণ বিতরণ প্রতিবছর বৃদ্ধি পেয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, শিল্প ঋণ বিতরণের ক্ষেত্রে যে হারে হয়েছে, আদায় হয়েছে তার চেয়ে কম হারে। ফলে প্রতিবছরই ব্যাংকের টাকা শিল্প উদ্যোক্তাদের কাছে থেকে গেছে। এটি ঋণের প্রবৃদ্ধি ধরা হলেও খেলাপি ঋণের খাতায় গেছে বড় অংকের টাকা। বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী ঋণ বিতরণে অনেক স্বাধীন থাকার কারণে এ সময়ে আমানতের প্রায় ৯০ ভাগ পর্যন্ত বিতরণ করা হয়েছে। এ সময়ে তারল্যেরও কোনো সমস্যা হয়নি। ফলে প্রতি বছর ঋণ বিতরণ বেড়েছে।
তথ্য অনুযায়ী, ২০০৮-৯ অর্থবছরে থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ১০ বছরে ঋণ বিতরণ হয়েছে ২ লাখ ৮১ হাজার ৩৯৬ কোটি ৮৩ লাখ টাকা। প্রতিবছর বিতরণ হয়েছে ২৮ হাজার ১৩৯ কোটি টাকা। আর একই সময়ে আদায় হয়েছে ২ লাখ ২০ হাজার ২৭৩ কোটি ১৯ লাখ টাকা। ফলে প্রতি বছর গ্রাহকের কাছে ৬ হাজার ১০২ কোটি বাড়তি চলে গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধডিম, টমেটো, শসাসহ বেড়েছে শুঁটকির দাম
পরবর্তী নিবন্ধছুটির দিনে ঢাকায় জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা