শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ফেরি চালু

নিজস্ব প্রতিবেদক:

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সব ফেরি চালু করা হয়েছে।

বুধবার (১২ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চালু করেছে। পণ্য ও যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে সব ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি দেখা গেছে। যাত্রীদের চাপ থাকলেও নির্বিঘ্নে পদ্মা পার হওয়া যাবে বলে মনে করছেন অনেকে। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার খ্যাত এ রুটটিতে ঈদকে সামনে রেখে প্রতিবছরই ঘরমুখো মানুষের ঢল নামে।

 

 

পূর্ববর্তী নিবন্ধরকেট-বৃষ্টি ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম
পরবর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংক ও আরপিসিএল – নরিনকো এর সাথে ১.৭৭৭ বিলিয়ন ইউএস ডলার ঋণ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর