শিবচরে এ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় একটি রোগিবাহী এ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে তীব্র কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, রোগিবাহী একটি এ্যাম্বুলেন্স ঢাকা থেকে শিবচরের দিকে আসছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে এ্যাম্বুলেন্সে থাকা সাহেরা বেগম (৭০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন এ্যাম্বুলেন্সে থাকা আরো ৭ যাত্রী ও চালক।

তাদের উদ্ধার করে শিবচর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। এ্যাম্বুলেন্স চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত সাহেরা বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোখছেদ মোল্লার স্ত্রী। তার শারিরীক চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধদেড় মাস পর ফিরলেন নর্থ সাউথের শিক্ষক মুবাশ্বার
পরবর্তী নিবন্ধআল্লামা ড. মোস্তফা আজমি আর নেই