শিগগিরই ভোজ্য তেলের দাম কমবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে করকার। শিগগিরই দাম কিছুটা কমে আসবে।’

শুক্রবার (১১ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। প্রথম কাজ হিসেবে তারা শিগগির জেলা পরিষদ নির্বাচন দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে সেটি করবে সরকার।’

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচীনে দুই বছরের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ
পরবর্তী নিবন্ধনারী বিশ্বকাপের আসরে ৭ বলে হলো ওভার!