শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কুশলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্চিত করার প্রতিবাদে ও অভিযুক্ত ইউ.পি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কুশলী ইউনিয়নবাসী এ কর্মসূচী পালন করে।
শনিবার বেলা ১১টার দিকে খালেকের বাজারে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানবন্ধনকারীরা।

এ মানববন্ধনে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান সিকদার, অভিভাবক মোঃ নাসির উদ্দিন মোল্যা, শিক্ষার্থী আমেনা খানম, ইসরাত জাহান বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, স্কুল মাঠে শিক্ষার্থীদের জন্য গ্যারেজ তৈরীর জায়গা দেখার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লঞ্চিত করে ইউ.পি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার। এ ঘটনায় তারা দ্রুত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবী জানান।

কুশলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য স্কুল মাঠে গ্যারেজ তৈরীর জায়গা দেখতে যাই। এসময় ইউ.পি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার আমাকে শারীরীক ভাবে লাঞ্ছিত করার পাশাপাশি গালিগালাজ করেন। পরে এর সুষ্ঠ বিচারের দাবীতে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত ইউ.পি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার বলেন, স্কুল গ্যারেজ তৈরীর বিষয় নয়। এখানে একটি বাথরুম তুলতে চেয়েছিল। স্কুলটি আমার পৈত্রিক জায়গায় ও আমার বাড়ীর পাশে। বাথরুমটি আমাদের বাড়ীর সামনে তুলতে চেয়েছিল। এ কারনে আমি বাধা দেই। সামনে নির্বাচন থাকায় আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমসজিদে এসি বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ১৮
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ৬তলা থেকে পড়ে নারী টেকনোলজিস্টের মৃত্যু