পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ এলাকায় রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না তাদেরকে সতর্ক করতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার শাহবাগে এ অভিযান শুরু হয়।
ঢাকা মেট্রোপলিন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমান বলেন, পথচারীদের রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির জন্য এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। তারা যাতে নির্বিঘ্নে চলতে পারে সে জন্য ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে।