শাহবাগের পর এবার বাংলামোটর অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

কোটা বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার রাজধানীর বাংলামোটর মোড় অবরোধ করেছেন।

রোববার (৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে তারা বাংলামোটর মোড়ে অবস্থান নেন।

এতে বাংলামোটর থেকে কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, মগবাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে, শিক্ষার্থীরা জরুরি পরিবহন ছাড়া অন্যান্য যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন।

এর আগে রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। চানখারপুল মোড় অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থী, বদরুন্নেসা সরকারি কলেজ ও বোরহানউদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে রেখেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা আজ রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন বলে জানা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় নির্দেশনা পেলে সায়েন্সল্যাব ছাড়বেন শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংখ্যা খুব কম: সাইফউদ্দিন